Why Coming to Canada is a Great idea in 2023 | কেন আসবেন? | Episode 1: Journey to Canada Series
আমি যখন ক্যানাডা আসার জন্য সবকিছু প্রসেস করছিলাম, তখন একটা জার্নাল রাখছিলাম। এরপর আলহামদুলিল্লাহ্ যখন ভিসা হয়ে গেল তখন এই জার্নালের একটা অংশ আমি আমার ব্লগে শেয়ার করে দেই। আমি সেই ব্যাপারে এরপর ভুলেই গেছিলাম। কিছুদিন আগে ২ জন অপরিচিত ভাই আমাকে ফেসবুকে মেসেজ করে জানালো যে আমার লেখা তাঁদের কত উপকারে এসেছে। একজন এর ভিতর ভিসাও পেয়ে গেছে মাশাল্লাহ। আমাকে তা অন্যরকম এক তৃপ্তি দেয়, তাই আমি ভাবলাম, একটা পুরনাঙ্গ সিরিজ করলে কেমন হয়? আমরা ইউটিউব সার্চ করে খুব ভালো কন্টেন্ট পেলাম না। অনেকেই আবার লাইক কামানোর জন্য মিথ্যা তথ্য দিচ্ছেন। আমার বউ বলল- তুমি একটা চ্যানেল খুলে মানুষকে সঠিক তথ্য দাও, দেখো অনেকে উপকৃত হবে। এই বিষয়ে মানুষ অনেক প্রতারিত হচ্ছে। শুরুতে এই আইডিয়া তে লজ্জা পেলেও ভাবলাম, লজ্জা নারীর ভূষণ! আমাদের যা কিছু আছে, তাই নিয়েই তাই নেমে পড়লাম কাজে। স্ক্রিপ্ট লেখা, পরিকল্পনা, রেকর্ডিং, এডিটিং এরকম আরও অনেক সময় সাপেক্ষ কাজ যার জন্য সময় ম্যানেজ করা খুব মুশকিল। তাই ফজর পরে, অফিসের আগে নিজের ক্যামেরা নিয়ে বসে পড়লাম। যদি একজন মানুষ এর থেকে উপকার পায়, নিজেকে সার্থক মনে করবো।
২৫ পর্বের প্রথম পর্ব আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো জানাবেন। আপনাদের সমর্থন পেলে ইন-শা-আল্লাহ্ আরও ভালো কিছু দিতে পারবো আশা করি।
Transcript:
যে কোন হিসেবে ক্যানাডায় পৃথিবীর সবচেয়ে বড় দেশ যারা প্রচুর ইমিগ্রান্ত নিতে চাই। আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ, অথচ দেশটি তে মানুষ আছে ঢাকা শহরের চেয়ে কম। এই দেশের মানুষ নতুনদের প্রতি এতটা ওয়েল কামিং যে তাঁরা আমাদের মাইগ্রান্ট নয়, নতুন ক্যানাডিয়ান বলে ডাকে। প্রতি বছর প্রায় ৪০% হারে নতুন ইমিগ্রান্ট তাঁরা নিয়ে আসছে। ২০১৭ সালে এখানে এসেছিল প্রায় পনে তিন লাখ মানুষ, অথচ ২০২২ সালে পি আর দেওয়া হয়েছে ৪ লাখ ৩০ হাজারের বেশি মানুষকে।
এর আগে শুধু দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় স্টিম জাহাজে করে ইউরোপিয়ান ইমিগ্রান্টরা এত পরিমানে ক্যানাডা এসেছিল। তবে সংখ্যার হিসেবে তা আরও অনেক কম ছিল। এই ২০২৩ এ তাঁরা টার্গেট করেছে ৪৬৫,০০০ মানুষকে পিআর দেওয়ার, আগামি বছর বেড়ে দাঁড়াবে ৪৮৫,০০০ এবং ২০২৫ সালে পুরো ৫ লাখ। এক সময় আমেরিকাও অনেক মানুষ নিয়েছে, তবে এখন ক্যানাডা আমেরিকার চেয়ে ৪ গুন বেশি মানুষকে আমন্ত্রণ জানাচ্ছে।
তবে মজার ব্যাপার হল, কিছু মানুষ আবার ক্যানাডা ছেড়ে চলেও যাচ্ছেন। যারা বেশিরভাগই আসলে অন্যান্য উন্নত দেশের নাগরিক। আর তাঁরা কেন চলে যাচ্ছে বলতে পারবেন? এখানে জীবন নির্বাহ করার খরচ অনেক বেড়ে গিয়েছে, এস্পেশালি হাউজিং মার্কেট ক্রাইসিস। মানুষ নিয়ে এলেও এতো মানুষের থাকার জন্য যথেষ্ট পরিমান বাড়িঘর তাঁরা এখনো তৈরি করতে পারেনি। আরেকটি মেজর সমস্যা হল- হেলথ কেয়ার। চিকিৎসা ফ্রী হলেও, এত মানুষকে চিকিৎসা দেওয়ার মতন ক্যাপাসিটি এখনো বেড়ে উঠেনি। তবে তাঁরা নিজেরাই বলছে যে এর কারনে ইমিগ্রান্টরা দায়ী নয়। তাঁরা বরং এই সমস্যার সমাধান।
ওদের প্রয়োজন আপনার, আমাদের মতন দক্ষ জনগোষ্ঠী যারা কিনা নিজেদের মেধা ও পরিশ্রম দিয়ে বদলে দিতে পারেন অনেক কিছু - ইনশাল্লাহ।
আমার ক্যানাডা যাত্রার শুরু ছিল অত্যান্ত কঠিন, এই দেশে আমাদের পথ দেখানোর মতন খুব বেশি কেউ ছিলোনা। তবে আমাদের ওই ভুলগুলো জীবনের জন্য একেকটি শিক্ষা। আমার সেই শিক্ষা, অভিজ্ঞতা আর গল্পগুলো আমি শেয়ার করতে চাই আপনার সাথে। যেন আপনি সেই কঠিন সময় পার না করেন। আমার গল্পগুলো ভালো লাগলে, আশা করি আমাদের বারবার দেখা হবে।
আমি আজ থেকে প্রতি সপ্তাহে 3টি করে ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ যেখানে আমি ২৫ টি পর্বে আপনাদের কাছে উপস্থাপন করবো সবকিছু, যা জানা থাকলে আপনার জন্য Informed decision নেওয়া সহজ হবে বলে আশা করছি।
তবে বলে রাখি- আমি খুব অল্প জানি, কিন্তু আমার আশা এই অল্প জ্ঞানই হয়তো কাউকে না কাউকে পথ দেখাবে। আমি কোন প্রফেশনাল নই, আমার সব কথাই আমার নিজের অভিজ্ঞতা মাত্র।
আমার এই অভিজ্ঞতা যদি কারো উপকারে আসে, তাতেই আমি ধন্য।
আর এই চ্যানেলটি শুরু করতে আমাকে ইন্সপায়ার করেছেন ২ জন সম্পূর্ণ অপরিচিত ছোট ভাই। প্রায় ৪-৫ বছর আগে আমি ক্যানাডা আসার প্রসেস নিয়ে একটা ব্লগ পাবলিশ করেছিলাম, আমি ভুলেই গেছিলাম সেই কথা। তাঁরা আমাকে ফেসবুকে নক দিয়ে জানায় আমার ব্লগটি তাঁদের কত উপকারে এসেছে। একজন এর ভিতর ভিসাও পেয়ে গেছে সম্পূর্ণ নিজ প্রচেষ্টাই। এটা আমাকে অন্যরকম একটা আনন্দ দিয়েছে, উদ্বুদ্ধ করেছে আরও বেশি মানুষকে ক্যানাডা আসতে ইন্সপায়ার করা আর আপনাদের সাথে নিজেকে কানেক্ট করতে।
তবে, আপনার প্রতি আমারও একটি অনুরধ থাকবে, আমি অনেক রিসার্চ করে সঠিক তথ্য আপনাদের এই ভিডিও গুলোতে তুলে ধরবো, আর তা যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধু মহলে শেয়ার করুন- যেন তাঁদের সাথে নিয়েই আপনি ক্যানাডাতে আসতে পারেন। আর এই চ্যানেলে সাবস্কাইব করলে আমি প্রতি সপ্তাহে আপনাকে ৩ টি করে নতুন ভিডিও দেবার প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাল্লাহ যেখানে আমি A-Z explain করবো সবকিছু, সেই সাথে আমার অভিজ্ঞতার গল্পও শেয়ার করবো। কি? শুনতে চান সেইসব গল্প?
Subscribe to Shopnil Mahmud
Get the latest posts delivered right to your inbox