How much does it COST to STUDY & LIVE in Canada - full breakdown | Episode 3
This video explains the in-depth cost of living and how you can find the tuition fees. This is less of a shock if you already know how much money you got to spend in order to study and live in Canada as an international student from Bangladesh.
৩য় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আবারো। খুব জনপ্রিয় FAQ প্রশ্ন - ক্যানাডায় পড়তে কত টাকা লাগবে?
কেও এটা কে কমেডি সিরিজ মনে করবেন না প্লিয, আমার টার্গেট হল ইয়াং গ্রুপ তাই অনেক মজা করে ভিডিও করা, আরও যদি বলি, একদম শেষের অংশ। তবে আশা করি এতে করে এর সিরিয়াস অংশতে কোন কমতি হয়নি। কেমন হল জানাবেন। আর সবার সাথে শেয়ার করুন যারা এই ইনফো থেকে উপকৃত হবে ইন শা আল্লাহ্।
Transcript:
খুব জনপ্রিয় FAQ প্রশ্ন - ক্যানাডায় পড়তে কত টাকা লাগবে? এক কথায় - মেলা টাকা লাগে ভাই।
এক কথায় বললে হবে না? ও আচ্ছা …
একজ্যাক্ট উত্তর কারো পক্ষে দেওয়া সম্ভব নয়, তবে কি কি বিষয়ের উপরে তা নির্ভর করে তার একটা ধারনা আমি আপনাদের দিতে চাই।
সবচে গুরুত্বপূর্ণ বিষয় - লকেশান!
আপনি কোথায় পড়তে চান? কোন প্রদেশের কোন শহরে এটা একটা বড় প্রভাবক। একেকটি শহরের খরচ একেক রকম।
আরও ড্রিল ডাউন করলে বলতে হয়- কোন কলেজ বা ইউনিভার্সিটি তে পড়তে চান? প্রতিটির ফিস আলাদা, আবার প্রোগ্রাম এর খরচও আলাদা। বিবিএ আর সিইসই আলাদা।
সেই সাথে মনে রাখবেন যে শুধু পড়াশুনার খরচ একমাত্র খরচ না, এখানে এসে কিন্তু থালা বাসন থেকে শুরু করে বিছানার চাদর, বালিশ, গরম কাপড় ইত্যাদি আরও অনেক কিছু কিনে আপনাকে একদম নতুন করে জীবন শুরু করতে হবে। এদেশে এসেই হয়তো কাজ পাবেন না, তাই ৬-৮ মাস চলার মতন যথেষ্ট পরিমানে টাকা নিয়ে আসুন।
তাহলে যা দাঁড়ালো, লেখাপড়া আর লিভিং খরচ।
লেখাপড়ার ক্ষেত্রে প্রথমে কোন প্রোগ্রামে পড়তে চান তা নিরধারন করুন। এরপর গুগল করে দেখুন কোন কোন প্রতিষ্ঠান এটি অফার করে। এরপর তাঁদের লকেশান দেখে একটা লিস্ট করে ফেলুন। সেই সাথে লিখে ফেলুন তাঁদের পুরো প্রোগ্রাম শেষ করতে কতো টাকা লাগবে। এবার ২ বা ৪ বছরে কত আসে সেটা লিখে ফেলুন। একটা চার্ট বানিয়ে কম্পেয়ার করুন তাঁদের লকেশান।
এইবার তা টাকাতে কনভার্ট করে ফেলুন।
ধরুন, অন্টারিওতে একটা কলেজ ডিপ্লোমা করতে খরচ আসতে পারে ৩০ থেকে ৫০ হাজার ক্যানাডিয়ান ডলার। এক্সচেঞ্জ রেট অনুযায়ী যা হতে পারে ২৫ থেকে ৪৫ লাখ টাকা।
আপনাদের সুবিধার জন্য আমি নিচে একটি লিঙ্ক শেয়ার করছি যা থেকে আপনি এই দেশের সব ইউনিভার্সিটির খরচ কম্পেয়ার করতে পারবেন। তবে এই খরচ প্রতি বছর নাকি সেমেস্তারের তা যাচাই করে নিন। পুরো প্রোগ্রামের খরচ কিন্তু এটা না। এভাবেই তাঁরা প্রলোভন দেখায়।
এবার আসি লিভিং কষ্ট, এটা প্রতিটি শহরে আলাদা। আমি অন্টারিওর কথা বলতে পারি, এখানে একজন মানুষের রাফ্লি খরচ হয় প্রতিমাসে ১৫০০ থেকে ২০০০ ডলার।
অনেকেই মনে করেন যে কাজ করে লিভিং এক্সপেন্স খুব সহজে উঠানো যায়। মনে রাখবেন যে আপনি প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে পারবেন। প্রতি ঘণ্টার ইনকাম ১৫ ডলার। মাসে ৪ সপ্তাহ কাজ করে সর্বচ্চ আয় করতে পারেন 1200। এর উপরে ট্যাক্স দিয়ে হাতে থাকবে ৮০০-৯০০ বড় জোর। এটা শুধু আপনার রুমের রেন্ট। অনেকে উবার ডেলিভারি করে চেষ্টা করেন আরেকটু ইনকাম করার। কিন্তু লেখাপড়া ঠিক রেখে এত কাজ করা কত কষ্ট তা আপনি এই পরিস্থিতিতে না পড়লে কখনো বুঝতে পারবেন না।
লিভিং খরচ বাবদ তাহলে মাসে যদি ১০০০ ডলার দেশ থেকে নিয়ে আসেন তাহলে বছরে ১২০০০ খরচ পড়বে, যা টাকাতে প্রায় ১০ লাখ।
তাহলে, একটা ডিপ্লোমা করতে হলে ২ বছরের লিভিং কষ্ট ২০ লাখ, কলেজে দিবেন মিনিমাম ২৫ লাখ। সব মিলিয়ে কম করেও ৪৫ থেকে ৫০ লাখ টাকা আপনার গুনতে হতে পারে।
এর উপরে একটা ইমারজেন্সি ফান্ড রাখা খুব জরুরি। আমার বউকে রাস্তায় একটা কার মেরে যাবার পরে আমি তা আরও ভালো মতন বুঝেছি। এখনো মিরাকল মনে হয়, কি করে সেই কঠিন সময় পার করে এসেছি।
Subscribe to Shopnil Mahmud
Get the latest posts delivered right to your inbox