/ Stories

IMPORTANT: IELTS Tips & Strategies for Weak Students to Succeed | Episode 5

How can you do better in IELTS? There are strategies you can follow to get your desired band. Bangladeshi students often struggle with IELTS because they never get to learn the right strategies and tricks for this test. This is the key for education, work and migration to Canada and other English speaking countries. I have explained all the relevant tips and tricks to nail their IELTS test from my own experience.

Transcript:
আপনি কি IELTS নিয়ে দুশ্চিন্তায় আছেন? তাহলে যেনে রাখুন, আপনি আজ আর একা নন, আমিও আপনার IELTS নিয়ে দুশ্চিন্তায় আছি। এটা যে কত বড় একটা প্যারা তা আমি জানি, কারণ আমি নিজেও ৪ বার দিয়েছি। তবে সাহস রাখুন, আমি কিছু কৌশল শিখেছি আমার নিজের অভিজ্ঞতা থেকে, আজ আমি তা আপনার সাথে শেয়ার করবো। তবে একটি শর্ত আছে, আমার স্কোর জিগ্যেস করা যাবেনা।

IELTS যে কত গুরুত্বপূর্ণ তা বুঝাতে একটা মেটাফর ব্যাবহার করা যায়, আমরা যেমন জানি যে - নামায বেহেস্তের চাবি, তেমনি IELTS বিদেশে যাওয়ার চাবি। USA বাদে পৃথিবীর সব ইংলিশ স্পিকিং দেশে যেতে আপনার এই পরীক্ষা দিতে হবে। আপনি লেখাপড়া, মাইগ্রেশন বা কাজ ... সব ক্ষেত্রেই আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ইংলিশে লিখতে, পড়তে, শুনতে এবং বলতে পারদর্শী। এটি শুধু ক্যানাডা নয়, অন্য দেশ গুলোতেও প্রযোজ্য। আপনি লেখাপড়ার জন্য আসতে চাইলে আপনাকে একাডেমিক IELTS দিতে হবে, কাজ বা মাইগ্রেশান করে আসতে হলে জেনারেল IELTS দিতে হবে।

আপাত দৃষ্টিতে এটিকে শত্রু মনে হলেও, এই টেস্ট কিন্তু আপনার বেস্ট ফ্রেন্ড। আপনি যদি একটা মোটামুটি ভালো স্কোর তুলতে পারেন, তাহলে ধরে নিন আপনার অর্ধেক কাজ হয়ে গেছে। IELTS এ ভালো করতে ইংলিশে বেসিক ভালো থাকা আবশ্যক, তবে ইংলিশে ভালো হলেই যে আপনি অনেক ভালো স্কোর করতে পারবেন তার কোন গ্যারান্টি নাই। আমার সাথে ইংলিশ মিডিয়ামে পড়া এক বন্ধু খুব ভাব নিয়ে বলেছিল, আরে সারাজীবন ইংলিশে লেখাপড়া করলাম, IELTS আবার কোন ব্যাপার নাকি? পরীক্ষার পরে তার লাল চোখ দেখে আমি টেনশনে পড়ে গেছিলাম, বন্ধু আবার গাঁজা তাজা খাইনি তো? বেচারা ৬ পেয়ে বেজায় কষ্ট পেয়েছিলো। তবে সুবিধা হল, এই ক্ষেত্রে আপনি একবার না পারিলে দেখ শতবার তত্ত্বে যেতে পারেন। আমার বন্ধু অবশ্য দ্বিতীয় চেষ্টায় ৮/৯ পেয়ে মান বাঁচিয়েছিল।

এখানে আপনার টেস্টের ফরম্যাট জানা খুব জরুরি। সেই সাথে, সময় কি করে ম্যানেজ করবেন তার উপরে নির্ভর করবে আপনার সাফল্য। আমি যেমন বরাবর খুব বাজে টেস্ট টেকার। পরীক্ষার দিন আমার যেন কি কি হয়ে যাই। হাত পা ঠাণ্ডা হয়ে যায়। মাথা ঘুরায়, বমি বমি লাগে, আর বার বার বড় কাজে বাথরুমে যেতে হয়। তাই আমি আমার সেরাটা কখনো দিতে পারিনা। এক কথায়, এটা আপনার মানুষিক শক্তিরও পরীক্ষা। আপনি প্রেশার কত ভালো ভাবে ম্যানেজ করতে পারেন আরকি। আমি কিন্তু দুর্বল ছাত্র হয়েও শুধু প্র্যাকটিস করার কারণে, বারবার IELTS দিয়ে এরপর মোটামুটি একটা স্কোর পেয়েছি। আমি তাই হায়ার আচিভার ভাইয়া, আপুদের মতন ক্যাপশান দেই নাই যে দেখুন ভিডিও সহ, আমি কত ভালো, আমি IELTS এ ৮/৯ তুলেছি। বেশিরভাগ মানুষ কিন্তু আপনার আমার মতই। এরপরও কিন্তু আমরা টিকে আছি, আমরা ঠিকি নিজের চেষ্টার জোরে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারি।

আমার এই পর্ব তাই আমার আপনার মতন কম পারা মানুষদের কি ধরনের কৌশলে IELTS এ ভালো করা যায়, তা নিয়ে তৈরি করা হয়েছে।

My blog post: http://shopnilmahmud.com/how-to-apply...
Register for your IELTS British Council Dhaka: https://tinyurl.com/2s3vftu5
or
IDP Dhaka: https://tinyurl.com/567v8fs3
Current cost BDT: 20,500

Free preparation materials: https://tinyurl.com/vdxkdfyb

Acknowledgement to my wife Nabila for helping me out in putting this video together.

Shopnil Mahmud

Shopnil Mahmud

A software engineer with avid interest on any form of arts and philosophy. Likes to write codes for a living and poetry for the soul. Currently residing in Toronto, originally from Bangladesh.

Read More