/ YouTube Videos

Why Blue is Nature's Rarest Colour?

Transcript:

Imagine, life is a canvas. And if there was a single color that represents laughter-joy-sadness, it would have been blue. If that life-canvas of all the people of the world could be united, then it would be visible in abundance of blue. Blue is the color of calmness, serenity, introspection and even agony. Either way, thinking about blue reminds me of Bob Dylan's timeless classic, "Tangled Up In Blue." Did you know, blue is the favorite color of most people in the world. Pablo Picasso had a special weakness for blue. And what about Van Gogh's Starry Night? It has changed the perception of life, right? But do you know, blue is extremely rare in nature? Hmm, I didn't think about that before!

Well, when was the last time you saw blue flowers, blue birds or any blue insects?! Probably you don't remember, do ya? Looking at the vast blue sky above and the huge blue ocean, you may think that nature is full of blue. But actually the rarest color in nature is blue. Even some animals or flowers that we see as blue are not blue at all.

Let's talk about flowers first. The different colored flowers we see are due to two chemicals, anthocyanins and carotenoids. As different colors combine to form a new color, these elements combine in different proportions to create different colors. This is why we can see different colored flowers.

Anthocyanin is a chemical component that contains red, reddish violet and to some extent blue spectrum. On the other hand, carotenoids include yellow, orange and red. Most of the flowers we see are red because of the abundance of red. Due to the red color of the flowers, insects are also more attracted and pollination takes place. However, this does not mean that there will be no blue flowers.

Even if a flower is blue in color, there is a lot of red color hidden in it. Because whatever color is created by the mixture of anthocyanins and carotenoids, there will be a predominance of red. Because both elements contain red. So instead of pure blue flowers we see purple or light reddish purple flowers.

Yet we see blue flowers. Behind this scene, there is a complex mixing process in plants. Plants convert red anthocyanin into blue in a special process. But not everyone has this ability. So it is really difficult to have a blue flower.

Now let's move on to the animals. Is it possible to see Blue tiger, blue cats or even a blue cow?! Avatar characters are definitely floating in the eyes of many. Although this is not possible in the real world, we see blue butterflies and birds. But what is really their color blue? Basically, the blue animals that are among the animals are not actually blue in color. Their color appears blue due to body structure.

Let's talk about blue-throated birds. Their bodies produce a type of pigment called melanin. Animals are black or gray due to this substance. But it is different with this bird. Because there are small air pockets in the feathers of this bird. This air causes the light to scatter and spread. Which gives our eyes a blue color.

Again, the blue morpho butterflies that we see are mainly gray in color. But when the morpho butterfly flaps its wings, it becomes a strangely beautiful blue butterfly. There are also structural implications behind their blueness. The scales on their fins are very small. That works like a pixel.

Nature is always a great surprise to us. People are constantly learning new things from there. However, why there is less blue color in nature, no exact explanation has been found yet. So, as the beauty around us fascinates us, it also leaves us with questions. What are we really seeing? The color of his sari is really blue who stood next to him in the autumn afternoon wearing a blue sari?

মনে করুন, জীবন একটি ক্যানভাস। সেই ক্যানভাসময় জীবনের হাসি-আনন্দ-বিষাদের নির্দিষ্ট একটা রঙ আছে। পৃথিবীর সমস্ত মানুষের জীবন-ক্যানভাসকে যদি এক করা যেত তাহলে তাতে নীল রঙের আধিক্য চোখে পরত| প্রশান্তি, নির্মলতা,আত্মদর্শন এমনকী বিষণ্ণতার রঙ-ও নীল । সে যাই হোক, নীল নিয়ে ভাবতে ভাবতে বব ডিলানের কালজয়ী ক্লাসিক, "Tangled Up In Blue" গানটির কথা মাথায় ঘুরছে। জানেনতো, পৃথিবীর বেশীরভাগ মানুষের প্রিয় রঙ নীল। পাবলো পিকাসোর নীল রঙের প্রতি বিশেষ দুর্বলতা ছিলো। ভ্যান গঘের Starry Night তো অনেকেই দেখেছেন। কিন্তু জানেন কী, নীল রঙ প্রকৃতিতে অত্যন্ত বিরল? হুম, এভাবেতো ভাবিনি!

আচ্ছা,শেষ কবে আপনি নীল ফুল, নীল পাখি বা কোন নীল রঙের পোকামাকড় দেখেছেন! মনে পড়ছে না তাইতো? মাথার উপরের ওই বিস্তীর্ণ নীল আকাশ আর বিশাল নীল সমুদ্র দেখে আপনার মনে হতেই পারে প্রকৃতিতে বুঝি নীল রঙের ছড়াছড়ি। কিন্তু আদতে প্রকৃতিতে সবচেয়ে বিরল রঙ নীল। এমনকি কিছু প্রাণী বা ফুল যেগুলো আমরা নীল দেখি সেগুলো মোটেই নীল রঙ না।

প্রথমেই আসা যাক ফুলের কথায়। আমরা যে বিভিন্ন রঙের ফুল দেখি সেটার কারণ দুটি রাসায়নিক উপাদান, এন্থোসায়নিন আর ক্যারোটিনয়েড। বিভিন্ন রঙ মিলে যেমন ভিন্ন রঙ তৈরি হয় তেমনি এই উপাদানগুলো ভিন্ন মাত্রায় যোগ হয়ে ভিন্ন ভিন্ন বর্ণের সৃষ্টি করে। এই কারণেই আমরা বিভিন্ন রঙের ফুল দেখতে পারি।

এন্থোসায়নিন এই রাসায়নিক উপাদানের মধ্যে রয়েছে লাল,লালচে বেগুনি আর কিছু মাত্রায় নীল বর্ণালি। অন্যদিকে ক্যারোটিনয়েডের মধ্যে রয়েছে হলুদ, কমলা আর লাল। লালের আধিক্য থাকার কারণেই বেশির ভাগ ফুলই আমরা লাল দেখি। ফুল লাল হওয়ার কারণে পোকাও বেশি আকৃষ্ট হয় এবং পরাগায়ন ঘটে। তবে এই কারণে যে নীল ফুল থাকবে না এমন না।

কোন ফুল নীল বর্ণের হলেও এটার মধ্যে লুকিয়ে থাকে অনেক লাল বর্ণ। কারণ এন্থোসায়নিন আর ক্যারোটিনয়েডের মিশ্রণে যে রঙই তৈরি হোক সেখানে লালের প্রাধান্য থাকবেই। কারণ দুটি উপাদানের মধ্যেই লাল রয়েছে। তাই একদম খাঁটি নীল রঙের ফুলের পরিবর্তে আমরা বেগুনী বা হালকা লালচে বেগুনী রঙের ফুল দেখতে পাই।

তবুও আমরা কিন্তু নীল ফুল দেখি। এটা দেখার পেছনে রয়েছে উদ্ভিদের এক জটিল মিশ্রণ প্রক্রিয়া। উদ্ভিদ লাল বর্ণের এন্থোসায়ানিনকে বিশেষ প্রক্রিয়ায় নীল বর্ণ তৈরি করে। তবে এই ক্ষমতা সবার থাকে না। তাই নীল রঙের ফুল হওয়া আসলেই অনেক কঠিন।

এবার চলুন প্রাণীদের দিকে যায়। নীল বাঘ, নীল বিড়াল এগুলো কী কোনভাবে দেখা সম্ভব! অনেকের চোখেই অ্যাভাটারের ক্যারেক্টার গুলো ভাসছে নিশ্চই। আদতে পৃথিবীতে এমনটা সম্ভব না হলেও আমরা কিন্তু নীল প্রজাপতি আর পাখি ঠিকই দেখি। তবে আসলেই কী তাদের রঙ নীল? মূলত প্রাণীদের মধ্যে যে নীল বর্ণের প্রাণীরা রয়েছে তার রঙও আসলে নীল না। শরীরের কাঠামোগত কারণে তাদের রঙ নীল দেখায়।

নীলকণ্ঠ পাখির কথাই বলা যাক। এদের শরীর মেলানিন নামক এক ধরণের রঞ্জক পদার্থ তৈরি করে। এই পদার্থের কারণে প্রাণী কালো বা ধূসর বর্ণ হয়। কিন্তু এই পাখির বেলায় সেটা ভিন্ন। কারণ এই পাখির পালকের মধ্যে ছোট ছোট বায়ু কুঠুরী আছে। এই বায়ুর কারণেই আলো বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ে। যা আমাদের চোখে নীল রঙ হয়ে ধরা দেয়।

আবার আমরা যে নীল মরফো প্রজাপতি দেখি এরা কিন্তু মূলত ধূসর বর্ণের। কিন্তু মরফো প্রজাপতি যখন পাখা মেলে তখন তারা হয়ে উঠে নীল রঙের এক অদ্ভুত সুন্দর প্রজাপতি। এদের নীল হওয়ার পেছনেও রয়েছে কাঠামোগত প্রভাব। এদের পাখনায় যে আঁশ রয়েছে সেটা খুবই ক্ষুদ্র। যেটা পিক্সেলের মতো কাজ করে।

প্রকৃতি সবসময় আমাদের কাছে এক মহা বিস্ময়। প্রতিনিয়তই মানুষ সেখান থেকে নতুন কিছু শিখে চলেছে। তবে কেন প্রকৃতিতে নীল রঙ কম সেটার সঠিক কোন ব্যাখ্যা এখনও মেলেনি। তাইতো চারপাশের এই সৌন্দর্য্য যেমন আমাদের মুগ্ধ করছে একইসাথে আমাদের কাছে প্রশ্নও রেখে যাচ্ছে। আমরা আসলেই যেটা দেখছি সেটা কী ঠিক? শরতের পড়ন্ত বিকেলে নীল শাড়ী পরে পাশে এসে যে দাঁড়ালো তাঁর শাড়ীর রঙ কী আসলেই নীল?

Search of Mystery

Search of Mystery

A YouTube channel representing Bangladesh and bringing mysteries behind the stories. We're activists and defenders of the truth.

Read More